ছবি: ইন্টারনেট
করোনা মহামারির তিন বছর পর বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে চীন। এদিন দেশটিতে পর্যটকদের প্রবেশ নিষেধ ছিল। করোনা সংক্রমণের হার শূন্য পর্যায়ে নামিয়ে আনার পরই চীন এ পদক্ষেপ গ্রহণ করেছে। খবর বিবিসি
২০২০ সালের ২৮ মার্চ থেকে চীন বৈধ ভিসা বাতিল করে দেয়। এসব ভিসা ধারীদের ১৫ মার্চ থেকে চীনের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ক্রুজ জাহাজে চড়ে হাইনান দ্বীপ এবং সাংহাইতে ভিসা-মুক্ত প্রবেশ আবারও শুরু করবে চীন।
হংকং এবং ম্যাকাও থেকে ট্যুর গ্রুপগুলোকে ভিসা মুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া বিদেশে অবস্থিত চীনা দূতাবাসের অফিসগুলো পুনরায় ভিসা আবেদন শুরু করবে।
চীনে প্রবেশ নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার মাধ্যমে এটা স্পষ্ট যে করোনা মহামারি মোকাবেলায় চীন সফল হয়েছে।
মহামারির আগে প্রতি বছর কয়েক লাখ আন্তর্জাতিক দর্শনার্থী চীনে ভ্রমণ করেছেন। তবে করোনা মহামারি শুরু হলে চীনের পর্যটন শিল্পে ধস নামে।
এর আগে চীনা নাগরিকদের ২০টি দেশে ভ্রমণের অনুমতি ছিল। এখন সীমান্ত খুলে দেওয়ার কারণে তাদের নাগরিকদের ৬০টি দেশে ঘুরতে অনুমতি প্রদান করা হবে।