শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আসছে জন্মবিরতিকরণ 'জেল'

প্রকাশিত: ০৭:৫১, ৩ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১০:২৩, ৩ ডিসেম্বর ২০১৮

আসছে জন্মবিরতিকরণ 'জেল'

সন্তান ধারণে নারী ও পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি জন্মবিরতিকরণ পদ্ধতির ভারটা নারীদের ওপরে বেশি। তবে গবেষকরা মনে করেন পুরুষের জন্যও জন্মবিরতিকরণ পদ্ধতির প্রচলন হওয়া দরকার। তাই পুরুষের জন্য উদ্ভাবন হয়েছে সহজে ব্যবহার্য একটি জন্মবিরতিকরণ জেল। কিছুদিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। গবেষকরা আশা করছেন, ৪০০ দম্পতির ওপর তা ব্যবহার করে দেখা যাবে তা গর্ভধারণ রোধ করতে কতটা কার্যকরী। এই জেল ব্যবহারের ব্যাপারে গবেষকেরা বলেন, জেল ব্যবহার করতে হবে পিঠে ও কাঁধে। এতে মূলত দুইটি সক্রিয় উপাদান আছে, টেস্টোস্টেরন ও সেজেস্টেরন অ্যাসিটেট নামের একটি প্রজেস্টিন। প্রজেস্টিন পুরুষের শুক্রাশয়ে টেস্টোস্টেরনের উৎপাদন বন্ধ করে দেয়, এতে শুক্রাণু উৎপাদন কমে যায় ও প্রায় বন্ধ হয়ে যায়। জেলটির নাম দেওয়া হয়েছে এনইএস/টি। গবেষণার সঙ্গে জড়িত ড. ডায়ানা ব্লাইদি জানান, হরমোনভিত্তিক জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার অনেক নারীর জন্য সমস্যা। তাই বর্তমানে পুরুষের জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে শুধু ভ্যাসেকটমি (স্থায়ী) আর কনডম (অস্থায়ী) প্রচলিত। এক্ষেত্রে আরও একটি নিরাপদ ও কার্যকরী পদ্ধতি হয়ে উঠতে পারে এই জেল। এই জেলের কার্যকারিতা পরীক্ষা করার জন্য গবেষকেরা ৪২০টি দম্পতিকে ২৩ মাস ট্রায়ালে রাখবেন। পুরুষদেরকে এই জেল দৈনিক ব্যবহার করতে হবে ৪-১২ সপ্তাহ পর্যন্ত। জেলটি ব্যবহার করা যায় কিনা ও তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা দেখা হবে। সূত্র ঃ সিবিএস নিউজ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়