শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জকোভিচকে হারালো জাভারেভ

প্রকাশিত: ০৬:১৩, ১৯ নভেম্বর ২০১৮

আপডেট: ০৬:১৩, ১৯ নভেম্বর ২০১৮

জকোভিচকে হারালো জাভারেভ

টেনিসের এলিটদের নিয়ে আয়োজিত বছরের শেষ বড় প্রতিযোগিতা এটিপি ফাইনালসের জিতে নিল আলেক্সাজান্ডার জাভারেভ। বিশ্বসেরা এই সার্ব তারকাকে সরাসরি সেটে হারিয়ে দারুণ এক চমক দেখালেন এই জার্মান তরুণ। এটি ২১ বছর বয়সী প্রতিযোগীর প্রথম কোনো বড় সাফল্য। আজ সোমবার লন্ডনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাভারেভ জিতেছে ৬-৩, ৬-৪ গেমে। জাভারেভ এই প্রতিযোগিতায় অংশ নেন তৃতীয় বাছাই হিসেবে। যেখানে শীর্ষ বাছাই হিসেবে খেলেন জকোভিচ, যিনি এই প্রতিযোগিতার পাঁচ বারের শিরোপাধারীও। জকোভিচের মতো এমন একজন প্রতিযোগীকে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত জাভারেভ। তিনি বলেন, আমি অবিশ্বাস্যরকম আনন্দিত। অবশ্যই এটি আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় শিরোপা জয়। আমি আজ যেভাবে খেলেছি ও যেভাবে জিতেছি সত্যিই অসাধারণ। গ্রুপপর্বে জকোভিচের কাছে হারলেও সেমিতে উন্মুক্ত যুগের সেরা টেনিস তারকা রজার ফেদেরারকে হারান জাভারেভ। আর ফাইনালে এসে গ্রুপে হারের প্রতিশোধটা শিরোপা দিয়েই নিলেন তিনি। হারের জার্মান তরুণের খেলার প্রশংসা করে জকোভিচ বলেন, তুমি গ্রুপপর্বের চেয়ে অনেক ভালো খেলেছ।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়