বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা

ছবি সংগৃহীত

কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনড় থেকে বিদ্রোহে যাওয়া ১৮ নারী ফুটবলার শেষ পর্যন্ত অনুশীলনে ফিরবেন। কেন্দ্রীয় চুক্তিতেও স্বাক্ষর করবেন। আজ (রবিবার) সকালে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন। তাকে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী নারী ফুটবলাররা।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেন মাহফুজা আক্তার কিরন। সেখানে তিনি বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না।

আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল ২৪ তারিখ চলে যাবে, ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে।

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরনের, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।

এর আগে বিদ্রোহ করা ১৮ ফুটবলাকে ছাড়াই অনুশীলন চালিয়েছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন বাটলার।

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়