ছবি: ইন্টারনেট
পিটার বাটলারের অধীনে খেলতে চান না সিনিয়র ফুটবলাররা। তিনি কোচ থাকলে গণ অবসরের হুমকিও দিয়েছেন সাবিনা-সানজিদারা। তবে বিদ্রোহ করা জাতীয় দলের সিনিয়র ফুটবলারদের নিয়ে কোনো আগ্রহ নেই ইংলিশ এই কোচের।
শনিবার (১ ফেব্রুয়ারি) সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের মাঝেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন বাটলার। অনুশীলনে আসা ফুটবলাররা হলেন– রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
বিদ্রোহ করা ফুটবলারদের নিয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে গণমাধ্যমকে বাটলার বলেন, 'এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমার (বিদ্রোহী খেলোয়াড়দের সম্পর্কে) কোনো আগ্রহও নেই। আমি আমার কাজ পেশাদারিত্বের সঙ্গে করছি। যারা আজ উপস্থিত ছিল তাদের নিয়ে আমি প্রশিক্ষণ চালিয়ে যাবো।'
অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে বেশ আশাবাদী ইংলিশ এই কোচ। তিনি আরও বলেন, 'অনূর্ধ্ব-২০ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিচ্ছে। আমি আশাবাদী যে তারা ভবিষ্যতে দেশের সেবা করবে।'
সিনিয়র ফুটবলারদের ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তিনি বলেন, 'আমরা মেয়েদের ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকুক, প্রশিক্ষণ নিক এবং খেলুক। এটাই আমরা চাই। এর বাইরে, আমরা কিছুই চাই না। আমরা ক্রমাগত এটির ওপর কাজ করছি এবং তাদের রাজি করানোর চেষ্টা করছি।'