ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তার ব্যাটে চলছে রানের ফোয়ারা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত রান করছেন বাঁহাতি ওপেনার। বৃহস্পতিবার নতুন মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেট ৮ হাজার রান স্পর্শ করেছেন।
ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে বাঁহাতি ওপেনার দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। তাতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েতেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ব্যাটিং দানব ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দুই নম্বরে সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৭ হাজার ৪৩৮ রান করেছেন। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে আছেন মাহমুদউল্লাহ।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮ হাজার ৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। জাতীয় দলের হয়েও তামিমের ব্যাটে রয়েছে ১ হাজার ৭৭৮ রান। বিপিএলে তার রানসংখ্যা ৩ হাজার ৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।