ছবি সংগৃহীত
প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী এসএসসি-০৩ ও এইচএসসি-০৫ সহপাঠীদের নিয়ে মাঠে গড়িয়েছে ‘ব্যাচম্যাটস-০৩০৫ ক্রিকেট ব্লাস্ট’ টুর্নামেন্টের।
২৪ দলের অংশগ্রহণে যাত্রা শুরু করা টুর্নামেন্টে শুক্রবার (২০ ডিসেম্বর) সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘নোয়াখালী রয়্যালস০৩০৫’। কোয়ার্টার ফাইনালে ফরগেটেন ওয়ারিয়র্সকে ১০ রানের ব্যবধানে হারিয়েছে তারা।
এদিন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে টসে জিতে জহিরুল ইসলাম নয়ন এর ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ সংগ্রহ করে নোয়াখালী। জবাবে ফরগেটেন ওয়ারিয়র্সের ইনিংস ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০২ রানে থামে।
দিনের অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে নারায়নগঞ্জ এইস, কুমিল্লা ইউনাইটেড ভিক্টোরিয়ান্স এবং টিম স্প্রের্টান্স।
আগামী বুধবার (২৫শে ডিসেম্বর) সেমিফাইনালে নোয়াখালীর মোকাবিলায় নারায়নগঞ্জ এবং কুমিল্লার মোকাবিলায় স্প্রের্টান্স মাঠে নামবে। একইদিন ফাইনাল দিয়ে পর্দা নামবে ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টের।