ছবি সংগৃহীত
বয়সভিত্তিক আসরে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলো না বাংলাদেশ নারী দল। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে নীল শিবির। জবাবে, ১৮ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী দলের এটিই ছিলো প্রথম এশিয়া কাপের আসর। প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।