ছবি সংগৃহীত
অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে, ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। দলীয় সর্বোচ্চ ১৪ রানের ইনিংসে খেলেন ওপেনার ইভা। এছাড়া ফাওমিদা এবং তিশা করেন দশরান। ফারজানা ৮ এবং হাবিবা অপরাজিত থাকেন ১১ রানে। তাতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা।
জবাবে দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ জুটিতে, জয় তুলে নেয় ভারতীয় নারী দল। ব্যাটার তৃষা খেলেন ৫০ রানে হার না মানা ইনিংস।