ছবি সংগৃহীত
২০১৪ সালের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে মেহেদী মিরাজের দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে‘তে তিন উইকেট হারিয়ে খেলার মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ।
এক প্রান্ত আগলে রাখা তানজিদ তামিম ফেরেন ৪৬ রান করে। জাকের–আফিফও দ্রুত ফিরে গেলে দলীয় শত রান পূরণ করতেই সফরকারীরা হারায় ৬ উইকেট। অষ্টম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তানজিম খেলেন ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংস। পাশাপাশি মাহমুদউল্লাহ‘র ৬২ রানে ভর করে ৪৫ ওভার পাঁচ বলে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দুই উইন্ডিজ ওপেনার। রিশাদ ভাঙ্গেন এই জুটি। এরপর, কার্টিকে নিয়ে ব্রন্ডন কিংয়ের ৬৬ রানের জুটিতে চালকের আসনে বসে স্বাগতিকরা। সেঞ্চুরির দিকে এগুতে থাকা কিংকে ৮২ রানে থামান নাহিদ রানা। তবে সাই হোপ ও রাদারফোর্ড মিলে, ৭৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয় উইন্ডিজকে।