রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৭ ডিসেম্বর ২০২৪

ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ছবি সংগৃহীত

প্রথম দুই ম্যাচে জয় হাতছাড়া করে গ্লোবাল সুপার লিগ শুরু করেছিল রংপুর রাইডার্স। ফাইনালে যাওয়া পাহাড় টপাকানোর মতোই কঠিন ছিল তবে সেই অসম্ভব হিসাব মিলিয়ে শেষমেশ শিরোপা অর্জন করল দলটি। গ্লোবাল সুপার লিগ, ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

শনিবার ( নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় রংপুর রাইডার্স।

টস জিতে ব্যাটিং করতে নেমে রংপুরের শুরুটাই ছিল আক্রমণাত্মক। যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র ৪০ রান তোলে। দুই ওপেনার সৌম্য স্টিভেন উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চারছক্কায় ৬৮ রান করা স্টিভেন বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান () ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে শঙ্কায় পড়ে রংপুর।

সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। ৭টি চার ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৮. ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। . ওভারে ২৭ রান তুলে তারা প্রথম উইকেট হারায়। এরপর আর জুটিও গড়তে পারেনি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। আরেক ওপেনার বাল্ক ম্যাকডোনাল্ডের ১৫ বলে ১৬ রান দ্বিতীয় সর্বোচ্চ!

ভিক্টোরিয়াকে আটকে দিতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন হারমিত সিং। যুক্তরাষ্ট্রের স্পিনার ১৯ রানে উইকেট নিয়েছেন। এছাড়া রিশাদ, সাইফ শেখ মেহেদী ২টি করে এবং কামরুল ইসলাম টি উইকেট নিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়