ছবি সংগৃহীত
বাংলাদেশের হয়ে আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না ইমরুল কায়েসকে। আগামী ১৬ নভেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামবেন ইমরুল। এদিন অবসরের ঘোষণা দিবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও। ৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ইমরুলের রান ১৭৯৭।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন ইমরুল। সেই ভিডিওতে তার লাল বলের নানা স্মরণীয় ঘটনা দেখানো হয়েছে।
ভিডিওর ক্যাপশনে ইমরুল লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ ব্যাস, এটুকু দিয়েই ক্রিকেটের বনেদি সংস্করণকে বিদায় জানালেন ইমরুল। তবে বাকি দুই ফরম্যাটে তিনি এখনো হয়তো আশা দেখছেন।
দেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সেই পাঁচ বছর আগে। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সের ইনিংস ব্যবধানে হারা সেই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে ৪ এবং ৫ রান। আগের টেস্টের দুই ইনিংসেই করেন ৬ রান। এরপর আর জাতীয় দলের ধারেকাছেও তাকে দেখা যায়নি। সেই ইমরুল কায়েস এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।