ছবিঃসংগৃহীত
ব্যালন ডি’অর কার হাতে উঠছে, তা নির্ধারিত হয় সাংবাদিকদের ভোটে। এবার এই ভোটটা দেওয়ার ক্ষমতা ছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকের। তার মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন এবার।
তাদের মধ্যে ৩ জন ভিনিসিয়ুস জুনিয়রকে রাখেননি তালিকার সেরা দশে। তবে এবার ব্যালন ডি’অর জেতা রদ্রি এর্নান্দেজ আরও সাংবাদিকের উপেক্ষার শিকার হয়েছেন। ৫ জন সাংবাদিক তাকে রাখেননি সেরা দশে।
ফ্রান্স ফুটবল জানায় রদ্রি মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ভিনিকে। লেকিপে তার আগেই অবশ্য জানিয়েছিল রদ্রির পাওয়া পয়েন্ট ১১৭০, যেখানে ভিনিসিয়ুসের পয়েন্ট ১১২৯।
৯৯ জন ভোটদাতা তাদের তালিকায় ১০ জন খেলোয়াড় রাখার সুযোগ পেয়েছেন। তালিকার শীর্ষে থাকা খেলোয়াড়ের ব্যালটে গেছে ১৫ পয়েন্ট, এরপরের ধাপগুলো পেয়েছে যথাক্রমে– ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। তার মানে দাঁড়াচ্ছে ৬৬৩৩ পয়েন্টের এই ভোটে রদ্রি জিতেছেন মোটে ৪১ পয়েন্টের ব্যবধানে।
৫ ভোটার রদ্রিকে আর ৩ ভোটার ভিনিকে একটি পয়েন্টও দেননি, অর্থাৎ শীর্ষ দশেও রাখেননি। অপরদিকে রদ্রি ৪৯ ভোটারের তালিকার শীর্ষে ছিলেন, ভিনি ছিলেন ৩৫ জনের।
এই ভোটিং পদ্ধতিতে চমকও ছিল অনেক। এক সাংবাদিকের ভোটের শীর্ষে ছিল আদেমোলা লুকম্যানের নাম, যিনি গেল মৌসুমে আতালান্তাকে জিতিয়েছিলেন ইউরোপা লিগ। এছাড়া আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে, লাওতারো মার্তিনেজদের মতো তারকারাও ছিলেন অনেক ভোটারের তালিকার শীর্ষে।