মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, কার্তিক ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে বিদায় নিলেন ব্রিটিশ কোচ বাটলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৩১ অক্টোবর ২০২৪

সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে বিদায় নিলেন ব্রিটিশ কোচ বাটলার

ছবি সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো নেপালকে ঘরের মাঠে পরাজিত করে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও কোচ পিটার বাটলারের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য ছিল প্রকাশ্যে। যে কারণে, চ্যাম্পিয়ন হওয়ার পরই শুনতে হয়েছে বড় দুঃসংবাদ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার পরপরই পিটার বাটলার জানিয়েছেন তিনি আর সাবিনা-তহুরাদের দায়িত্বে থাকতে চান না। মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তার চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি গণ্যমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই সামিল হননি তিনি। কেন তিনি এমন করলেন এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি। সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।

তিনি আরও বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়