ছবি সংগৃহীত
চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ২০০ করার আগে আলআউট হয়েছে বাংলাদেশ। মাত্র ১৪৩ রানেই শেষ হয় শান্তদের ইনিংস। যে কারণে প্রোটিয়াদের কাছে এক ইনিংস এবং ২৭৩ রানের লজ্জার হারের মুখ দেখলো বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও কান্ডজ্ঞ্যানহীন শট খেলতে গিয়ে আউট হন একের পর বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়সহ টপ অর্ডার ব্যাটাররা করতে পারেননি তেমন কিছুই। এমনকি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীমও প্যাভিলিয়নে ফিরে গেছেন কোনো রান না করেই। যদিও এদিন অল্প হলেও রানের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, করেছেন ৩৫ রান। শেষের দিকে, হাসান মাহমুদের অপরাজিত ৩৮ রান কেবল কমিয়েছে হারের ব্যবধানই। এর আগে, ৫৭৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৯ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।
এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে টিম বাংলাদেশ।