শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ৮ অক্টোবর ২০২৪

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

ছবি সংগৃহীত

সাকিবের পথে ধরে মাহমুদউল্লাহ রিয়াদও টিটোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন। চলমান ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চান তিনি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ নির্বাচক প্যানেলকে নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।

বিসিবির একটি সূত্র জানায়, দিল্লি থেকে এসএমএস করেছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। দেশ থেকে ফোনে রিয়াদকে ধন্যবাদ জানান নির্বাচকরা।

সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর রিয়াদও একজন নির্বাচককে বার্তা দিয়েছিলেন ভারত সিরিজ শেষ করে দেশে ফিরে টিটোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কথা বলতে চান। তারাও অপেক্ষায় ছিলেন মিডল অর্ডার ব্যাটারের কথা শোনার জন্য। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচকদের নিজের পরিকল্পনা জানাবেন রিয়াদ।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টিটোয়েন্টি অভিষেক রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে হাজার ২৯৫ রান ৪০ উইকেট শিকার করেন। ১১৭.৭৪ স্ট্রাইক রেট, গড় ২৩.৪৮। সর্বোচ্চ হার না মানা ৬৪। ৪৩ টিটোয়েন্টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। ২০২১ সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়