সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

ছবি সংগৃহীত

সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। একটা সময় সেঞ্চুরিকে নিজের অভ্যাস বানিয়ে ফেলেছিলেন মুমিনুল হক সৌরভ ১৫ মাস পর পেলেন আরেক সেঞ্চুরির দেখা।

টানা দুই দিন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর চতুর্থ দিনেও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অন্য ব্যাটসম্যানরা আসাযাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌছান সাবেক টেস্ট অধিনায়ক।

১৩ সেঞ্চুরি মধ্যে দেশের বাইরে এটি তার মাত্র ২য় সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে ক্যান্ডি টেস্টে দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ১৫ মাস আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।

মুমিনুলের সেঞ্চুরির পর মধ্যাহ্নবিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভারের খেলা শেষে উইকেটে ২০৫ রান। ১০২ রান নিয়ে খেলছেন মুুমিনুল আর মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন রানে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়