মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল: হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল: হার্শা ভোগলে

ছবি সংগৃহীত

২৪ বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই। ২১ জয়ের বদলে হার ১০৫ ম্যাচে। ড্র হয়েছে মোটে ১৮ ম্যাচ।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বর্তমানে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের বর্তমান টেস্ট দল নিয়ে প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে হার্শা ভোগলে বলেছেন, ‘আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না। এর কারণও আছে। সত্যি কথা বলতে গেলে, এর আগে বাংলাদেশ যখনই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ১৩টি টেস্ট খেলেছে ভারতের সাথে, ১১টিতে হেরেছে। ২টি ড্র করেছে বৃষ্টির কারণে। তারা একবার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার। তবে তাদের মধ্যে জেতার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি।

হার্শা আরও বলেন, ‘শেষ বার তাদের দেখেছি ২০১৯ সালে, কলকাতায় দিবারাত্রির ম্যাচে। আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মত, যে ঠিকাছে, আমরা জানি আমরা আন্ডারডগ তবে আমরা লড়াই করব। ফলে এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম? কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে, এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়