ছবি সংগৃহীত
ভারত সফর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশ দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে। আপাতত টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে পারেন এমন খেলোয়াড়রাই প্রস্তুতি নিচ্ছেন।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলন করছে। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী দলের ক্রিকেটাররা এখনো অনুশীলনে যোগ দেননি।
আগামীকাল রোববার তাদের অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে। হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে সহ বেশিরভাগ বিদেশী কোচিং স্টাফরা পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে আছেন। প্রধান কোচ দলের সাথে যোগ দেবেন আগামী ১২ই সেপ্টেম্বর।
এদিকে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ভারত সফরের জন্য দল চূড়ান্ত করা হবে বলে বৈশাখী টেলিভিশনকে মুঠোফোনে জানিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। পাকিস্তানের বিপক্ষে যারা দলে ছিলেন সেখান থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। চেন্নাইয়ে আগামী ১৯শে সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হবে।