মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাকিস্তানের সাথে শেষ টেস্টে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের সাথে শেষ টেস্টে চাপে বাংলাদেশ

ছবি সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ক্রিকেট খেলার তৃতীয় দিনে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে চাপে রয়েছে বাংলাদেশ দল।

বিনা উইকেটে ১০ রানে দিন শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান শাদমান ইসলাম তৃতীয় দিন ব্যাটিংয়ে নামেন। এদিন শুরু থেকেই পাকিস্তানী বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল।

ব্যক্তিগত দলের ১৪ রানে জাকির হাসান আউট হন। দলীয় ১৯ রানে বিদায় নেন আরেক ওপেনার শাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক দলের রান খাতা সমৃদ্ধ করতে পারেননি। শান্ত মুমিনুল রান করে আউট হন। এতে তৃতীয় দিনের প্রথম সেশনেই চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টে বাংলাদেশের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ব্যক্তিগত রানে আউট হন।

এর আগে, দ্বিতীয় দিনে মেহেদী মিরাজের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ক্রিকেট দল প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়। মেহেদী মিরাজ পান উইকেট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়