বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভিলার সঙ্গে নতুন চুক্তি করলেন এমি মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৫৭, ২২ আগস্ট ২০২৪

ভিলার সঙ্গে নতুন চুক্তি করলেন এমি মার্টিনেজ

ছবিঃসংগৃহীত

২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলায় যোগ দেন এমিলিয়ানো মার্টিনেজ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এবার বিশ্বকাপজয়ী গোলকিপারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী ইংলিশ ক্লাবটিতে ২০২৯ সাল পর্যন্ত থাকবেন তিনি।

প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট দিয়েছিলেন মার্টিনেজ। এই মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা। প্রায় ৪০ বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে ভিলা।

সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ক্লাব ও জাতীয় দল, দুটিতেই দুর্দান্ত খেলছেন মার্টিনেজ। যে কারণে তাকে সহজে ছাড়তে চাইবে না ভিলা। এরমধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তিও সেরে নিলো তারা।

এনপি/আর

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়