ছবি সংগৃহীত
অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার (২১ আগস্ট) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে টস, টসে জিতে স্বাগতিকদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। এই ম্যাচের মাধ্যমেই দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান। খেলছেন মুশফিকুর রহিমও।
রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর ৪০ ঘন্টা আগে অর্থাৎ গত সোমবারই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। স্বাগতিকরা মাঠে নামছে চার পেসার নিয়ে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ ছাড়াও আছেন মোহাম্মদ আলী এবং খুররম শেহজাদ। তবে স্বাগতিকদের দলের নেই বিশেষজ্ঞ কোনো স্পিনার। ব্যাটিং অলরাউন্ডার সালমান আঘা স্পিন সামলাবেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।