ছবি সংগৃহীত
দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা। আগামী অক্টোবরে তৃতীয়বারের মতো ঢাকায় বসবে এই সভা। নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই সময়টায় ঢাকায় তৃতীয়বারের মতো আইসিসির সভা বসার কথা রয়েছে।
সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা। আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই।
১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের চলার সময় বাংলাদেশে প্রথমবার বসেছিলো আইসিসির বোর্ড সভা। এরপর ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্বিতীয় দফা বাংলাদেশে আইসিসির বোর্ড সভা হয়।