বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, কার্তিক ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নারী এশিয়া কাপের ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২৮ জুলাই ২০২৪

নারী এশিয়া কাপের ফাইনাল আজ

ছবি: ইন্টারনেট

নারী এশিয়া কাপ ২০২৪ এর ফাইনালে আজ (২৮ জুলাই) মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত দারুণ ছন্দে আছে। ফাইনালে তাই লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে শেফালি ভার্মারা। ছাড়াও নারী এশিয়া কাপের ইতিহাসে এর আগে বারের মধ্যে বারই ট্রফি ঘরে তুলেছে ভারত।

এদিকে ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে চোখ লঙ্কানদের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।

এর আগে, দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে উইকেটে হারিয়ে ফাইনালে উঠে শ্রীলঙ্কা। এখর দেখার অপেক্ষা কার ঘরে যায় শিরোপা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়