বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দি মারিয়াকে কোপার শিরোপা উপহার দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১৫ জুলাই ২০২৪

দি মারিয়াকে কোপার শিরোপা উপহার দিল আর্জেন্টিনা

ছবি: ইন্টারনেট

আনহেল দি মারিয়ার জন্য শিরোপাটা জিততে হবেম্যাচের আগে আর্জেন্টিনার পণ ছিল এমনই। কিন্তু ম্যাচ দ্বিতীয়ার্ধে গড়াতে গড়াতে আর্জেন্টিনার জন্য প্রেরণা হয়ে গেল দুটিদি মারিয়ার পাশাপাশি লিওনেল মেসির জন্যও যে খেলতে হবে!

প্রথমার্ধে পাওয়া চোটের ধাক্কা সয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি মেসি। ৬৫ মিনিটে উঠে যান, ডাগআউটে গিয়েই সে কী কান্না আর্জেন্টিনা অধিনায়কের!

মেসি মাঠ ছাড়লেন চোখের জলে। ওই কান্নাই যেন আর্জেন্টিনাকে আরও তাতিয়ে দিল। কলম্বিয়াই আজ দাপুটে খেলেছে, তবে মেসিকে শিরোপা এনে দেওয়ার তাড়ণায়ই কি না, দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয়েছে আর্জেন্টিনাও।

শেষ পর্যন্ত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধও কোনো গোল না দেখলেও ১১২তম মিনিটে লওতারো মার্তিনেসের গোলে - ব্যবধানে জিতে গেল আর্জেন্টিনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়