রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৪ জুলাই ২০২৪

কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

ছবি: ইন্টারনেট

দুদলই সেমিফাইনালে হেরেছে। উরুগুয়ে-কানাডার তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ নিয়ে কারো তেমন আগ্রহ থাকার কথা নয়। নিয়মরক্ষার ম্যাচ বলে কথা। কিন্তু নিয়মরক্ষার ম্যাচ হলেও উত্তাপের কোনো কমতি ছিল না।

যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। একবার উরুগুয়ে এগিয়ে যায় তো আরেকবার কানাডা। নির্ধারিত সময়ে - ব্যবধানে শেষ হলে ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কিন্তু সেখানে আর পেরে উঠতে পারেনি কানাডা। দুটি শট মিস করে বসেন জেসি মার্শের শিষ্যরা। এতে টাইব্রেকারে - ব্যবধানে জিতে কোপা আমেরিকার তৃতীয় হয়েছে উরুগুয়ে।

টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় কানাডা হেরে গেলেও পুরো ম্যাচ জুড়ে ছিল দুর্দান্ত। শক্তি-সামর্থ্য-ঐতিহ্য কিংবা অভিজ্ঞতা বিবেচনায় উরুগুয়ের চেয়ে যোজন যোজন পিছিয়ে দলটি। উরুগুয়ে যেমন টুর্নামেন্ট ইতিহাসেই সফল দুই দলের একটি, অন্যদিকে কানাডা এবারই প্রথমবার খেলছে কোপা আমেরিকাতে। কিন্তু টুর্নামেন্ট জুড়েই কানাডা ভয়ডরহীন ফুটবল উপহার দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়