রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৩০ জুন ২০২৪

আপডেট: ১৩:০৩, ৩০ জুন ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়

ছবি: ইন্টারনেট

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো ভারত। বারবাডোজে রোমাঞ্চকর ফাইনালে ভারত রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে উইকেটে ১৭৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে হেনরিক ক্লাসেনের হাফ সেঞ্চুরিতেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে প্রোটিয়াদের। আর শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার অসাধারণ বোলিংয়ে ১৪ হাজার কিলোমিটার দূরের দ্বীপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় ভারত।

বারবাডোজের কেনসিংটন ওভালে টানটান উত্তেজনা। ভারত দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচের ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৬ রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে চোখ জুড়ানো এক ক্যাচে প্রোটিয়া দলের ব্যাটসম্যান ডেভিড মিলারকে ফেরান সূর্যকুমার। এই ক্যাচেই দক্ষিণ আফ্রিকার প্রথমবার টি- টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া আরো একটি উইকেট তুলে নিলে ১৭ বছর পর দ্বিতীয় টি- টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে ভাসে ভারত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়