শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৮:৪৪, ২৯ জুন ২০২৪

রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা

ছবি: ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বারবাডোজের কেনসিংটন ওভালে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নের ফাইনাল ম্যাচে লড়বে ভারত ও দক্ষিণ আফ্রিকা।ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

রাহুল দ্রাবিড় বলেন, মাঠে আমরা কাজগুলো ঠিকভাবে করতে চাই। ছেলেরা শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে। তবে আমাদের মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী দল। তাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। মাঠে আমরা খেলাটা উপভোগ করতে চাই।

১৯৯৮’র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোন বৈশ্বিক আসরের ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এই প্রথম টি- টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা এই পর্যন্ত সাত ম্যাচ খেলে সবক’টিতেই জিতেছে। সেমিফাইনালে বড় জয় পাওয়ায় খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী। ফাইনালের আগের দিন ঐচ্ছ্বিক অনুশীলন থাকলেও মাঠে এসে প্রস্তুতি নিয়েছে প্রোটিয়ারা। প্রথমবার ফাইনাল ওঠাটা স্মরণীয় করে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। চাপমুক্ত থেকে ২২ গজে ফাইনাল উপভোগ করার লক্ষ্য বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

এইডেন মার্করাম বলেন, প্রথমবার ফাইনালে উঠে খেলোয়াড়রা রোমাঞ্চিত। তবে স্নায়ুর চাপে না ভুগে আমরা খেলতে চাই। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের লক্ষ্য।

বারবাডোজে ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রেখেছে আইসিসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়