রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফাইনালের লড়াইয়ে রাতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২৭ জুন ২০২৪

ফাইনালের লড়াইয়ে রাতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে রাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

এবারের আসরের শুরু থেকেই ফর্মে রয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা গত ম্যাচে একাই প্রায় অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। যদিও তারকা ব্যাটার কোহলিকে এবার সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বিশ্বকাপে ভারতের ভরসার নাম হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। ভারতের বোলিং লাইনআপও মুহূর্তে বিশ্বের সেরা। জাসপ্রিত বুমরাহ কুলদীপ যাদবের পেস বোলিংয়ের সঙ্গে ঘূর্ণিতে আছেন রবীন্দ্র জাদেজা। যা সামলাতে ইংল্যান্ডকে বেশ বেগ পেতে হবে।

এদিকে, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল খেলেছিলো ইংল্যান্ড। সেবার জস বাটলারের দারুণ পারফরম্যান্সে ভারত বধ করেছিলো তারা। এবারও জস বাটলার এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। ওপেনার ফিল সল্ট আছেন দারুণ মেজাজে। মঈন আলী লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ড দলের ব্যাটিংয়ে স্তম্ভ বলা যায়। বোলিংয়ে অন্তিম মুহূর্তে আদিল রশিদ সব সময়ই ইংল্যান্ডের জন্য বড় ভরসার নাম।

টি-টোয়েন্টিতে এর আগে ২৩ বার দেখা হয়েছে দুদলের। এর ১২টিতে জিতেছে ভারত। ১১টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়