বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাদিরপুরকে হারিয়ে ফাইনালে রামজীবনপুর স্পোর্টিং ক্লাব

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৬:২১, ৮ জুন ২০২৪

সাদিরপুরকে হারিয়ে ফাইনালে রামজীবনপুর স্পোর্টিং ক্লাব

ফাইল ফটো

সুনামগঞ্জের দিরাই উপজেলার রামজীবনপুর ইউনিয়নের রফিনগর মাঠে অনুষ্ঠিত খেলায় ০৩-০২ গোলের ব্যবধানে সাদিরপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে যায়গা করে নিলো রামজীবনপুর স্পোর্টিং ক্লাব। তাদের এই বিজয়ে ঐতিহ্যবাহী রামজীবনপুর ইউনিয়নের গ্রামবাসী, ক্রীড়ামোদী লোকজন ও ক্লাব সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে।

শুক্রবার (৭ জুন) রফিনগর, মির্জাপুর, মাছিমপুর, ৩ গ্রামের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজিত এ ফুটবল খেলা নিয়ে ইতিমধ্যেই সবার মনে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, সুনামগঞ্জের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন,

‘আমাদের রফিনগর ইউনিয়নে কয়েক বৎসর যাবত ফুটবল খেলার আয়োজন করা হয়।

আমি এই খেলার আয়োজকদের সাধুবাদ জানাই।

আমাদের যুবকদের খেলাধুলায় আগ্রহী করতে এ ধরনের খেলার বিকল্প নাই।

কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের স্থানীয় খেলোয়াররাও যেন উক্ত খেলায় অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

একটি প্রতিযোগিতা মূলক খেলা উপহার দেওয়ার জন্য আমি প্রতি বৎসর ভালো খেলোয়াড় আনার চেষ্টা করি।

আমি চাই একটি প্রতিযোগিতামূলক নিরপেক্ষ খেলা যেন মানুষ উপভোগ করতে পারে।

কাউকে হারিয়ে প্রথম পুরস্কার নেওয়া আমাদের মূল লক্ষ্য নয়।

অন্য যেকোনো দল যদি আমার থেকে কোন ধরনের সহযোগিতা চায় আমি অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত আছি।

আমি চাই আমাদের এলাকার সবাই মিলে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক।

আগামীতে অবশ্যই আবারো খেলার আয়োজন করা হবে তবে আমার দাবি থাকবে স্থানীয় যুবকরা যেন খেলায় অংশগ্রহণ করতে পরে সেই ব্যবস্থা নিশ্চিত করা।

ফুটবল টিমে স্থানীয় খেলোয়াড় এবং বাহিরের খেলোয়াড় সমান সমান রাখা যেতে পারে।

সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো। ‘

উল্লেখ্য: আগামী ১১ জুন মঙ্গলবার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়