শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, পৌষ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৮, ৩১ মার্চ ২০২৪

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু

ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে সফররত শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিলো উইকেটে ৩১৪ রান। শনিবার (৩০শে মার্চ) প্রথম দিনে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা।

সকালে ব্যাট হাতে ক্রিজে আসেন ডিনেশ চান্ডিমাল এবং ধনাঞ্জয় ডি সিলভা। ৫৮ বলে ৩৪ রানে ব্যাট করছেন ডিনেশ চান্ডিমাল। অন্যদিকে ২৭ বলে ১৫ রানে ব্যাট করছেন অধিনায়ক সিলভা।

এরআগে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি শ্রীলঙ্কার উইকেটকিপার কুশল মেন্ডিস। সাকিবের বলে মিরাজের হাতে তালুবন্দি হওয়ার আগে করেছেন ৯৩ রান। এই রান করতে খেলেন সমান ১৫০টি বল। 

এদিকে প্রথম সেশনে জীবন পাওয়া ওপেনার নিশান মাদুস্কার ইনিংস থামে রান আউটের মাধ্যমে। তিনি ফিরেন ৫৭ রান করে। অল্প রানের জন্য সেঞ্চুরি মিস করেন আরেক ওপেনার দিমুথ করুনারাত্নে। ব্যক্তিগত ৮৬ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়