ছবি সংগৃহীত
বল হাতে নিজেদের কাজটা ঠিকভাবেই করেছিলেন জীবন-বর্ষণরা। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫৫ রানে আটকে রাখে তাদের।
সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারের মধ্যে করতে হতো ১৫৬। তবে সেই রানটুকুও করতে পারেনি যুবা টাইগাররা।
৫ রানের হারে সেমিতে খেলার স্বপ্নভঙ্গ হয় যুবা টাইগারদের। পাকিস্তানের বোলিং তোপে ১৫০ রানে অলআউট হয় রাব্বির দল।