ছবি সংগৃহীত
এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর খেলা মাঠে গড়ায়। ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই লঙ্কানরা। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে পড়েছে স্বাগতিকরা। সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ রান।
শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনোই ১২ রানে ৬ উইকেট হারায়নি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বোলারদের তোপে ১২ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে লঙ্কানরা। এর আগে, ২০১২ সালে পার্লে শ্রীলঙ্কা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৩ রানে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ওয়ানডেতেই ১২ বা এর কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা আছে মাত্র দুটি। সেই দুইটি রেকর্ডই কানাডার দখলে। দুটি রেকর্ডই কানাডার।
চলমান ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে ভারত মোট ৬টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা এর পরিবর্তে দলে ঢুকেছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।
ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।