বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, কার্তিক ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাইভোল্টেজ ম্যাচে আইপিএল ফাইনাল, চেন্নাই-গুজরাট মাঠে নামবে আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৮ মে ২০২৩

হাইভোল্টেজ ম্যাচে আইপিএল ফাইনাল, চেন্নাই-গুজরাট মাঠে নামবে আজ

ছবি: ইন্টারনেট

২০২৩ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস।

রোববার (২৮ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে তারা।

চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনবার একে অপরের মোকাবিলা করেছে দুই দল। এর মধ্যে গুজরাট দুইবার এবং চেন্নাই একবার জিতেছে। অর্থাৎ চতুর্থবারের মতো লড়তে যাচ্ছে তারা।

ম্যাচে বাজি ধরা হচ্ছে চেন্নাইয়ের পক্ষে। কারণ, দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়াও উঠতি অন্যতম সেরা ক্যাপ্টেন। ফলে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই সেরা একাদশ নামাতে চাচ্ছে। প্রথম কোয়ালিফায়ায়ে গুজরাটকে হারিয়েছে চেন্নাই। ফলে দল অপরিবর্তিত রাখতে পারেন অধিনায়ক এমএস ধোনি। সাধারণত, ফাইনালে যেকোনও মূল্যে রদবদল এড়াতে চান তিনি।

তবে কোনও খেলোয়াড় আনফিট হলে বদল আসতে পারে। সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন হবে। আগে বোলিং করলে মাথিশা পাথিরানা দলে থাকবেন। আর প্রথমে ব্যাট করলে শিবম দুবে কিংবা আম্বাতি রায়ডু থাকবেন।

অন্যদিকে, পান্ডিয়া কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চান। তার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। আগে বোলিং পেলে জশ লিটলকে প্লেয়িং ইলেভেনে রাখবেন। আর প্রথমে ব্যাটিং করলে শুভমন গিলকে একাদশে  আনবেন তিনি। এছাড়া দলে আর কোনও পরিবর্তন আসবে না।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে মহেশ থিকশানা।

ইমপ্যাক্ট প্লেয়ার - মাথিশা পাথিরানা।

গুজরাট টাইটানস সম্ভাব্য একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি মোহিত শর্মা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়