
ছবি সংগৃহীত
নির্বাচন ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। বৈঠকের পরই পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবে দল।‘
তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বরের আগেই চাইছে বিএনপি, কারণ এ নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। গণতন্ত্র রক্ষায় স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ অত্যন্ত জরুরি।
সংবিধানে প্রস্তাবিত সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘রাষ্ট্রে ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছি। তবে ধর্মনিরপেক্ষতা বাতিলের কোনো প্রস্তাব দিইনি। এ নিয়ে যেসব ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।‘
জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) গঠনের মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাব সম্পর্কে বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘বিএনপি জরুরি অবস্থা সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার পক্ষে।‘
বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি স্বাগত জানায়