বুধবার ২৬ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হান্নান মাসউদের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন হাসনাত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ মার্চ ২০২৫

হান্নান মাসউদের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন হাসনাত

ছবি: ইন্টারনেট

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন,‘জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে।

এর আগে গতকাল সোমবার ইফতারের পর নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে হান্নান মাসউদসহ এনসিপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী কোস্টগার্ডের একাধিক টিম পরিদর্শন করে।

এদিকে ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়