শুক্রবার ২১ মার্চ ২০২৫, চৈত্র ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লন্ডনেই ঈদুল ফিতর পালন করবেন খালেদা জিয়া: এম এ মালেক

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২০ মার্চ ২০২৫

লন্ডনেই ঈদুল ফিতর পালন করবেন খালেদা জিয়া: এম এ মালেক

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এম মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনেনোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন। কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।

চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-একদিন এদিক সেদিক হতে পারে। বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়