বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে ছেলের বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল ফিতরের পর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা নিয়মিত তার বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

খালেদা জিয়ার ১৫ জন সফরসঙ্গীর মধ্যে আটজন ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। বাকিরা তার সঙ্গেই রয়েছেন। খালেদা জিয়া গত জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ১৭ দিন চিকিৎসা গ্রহণের পর তিনি ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় স্থানান্তরিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়