বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কারা অংশ নিতে পারবে আগামী নির্বাচনে, জানালেন সংস্কার কমিশন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৫

কারা অংশ নিতে পারবে আগামী নির্বাচনে, জানালেন সংস্কার কমিশন

ছবি: ইন্টারনেট

গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

তিনি আরও জানান, বিচারিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না। বিধান সব রাজনৈতিক দলের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে এবং এটি নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে করা হচ্ছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যে অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। কমিশন কোনো দলের বিরুদ্ধে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষ নয়

এদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনে আরও কিছু সুপারিশ করেছে। এর মধ্যে অন্যতম হলোজাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০%- এর কম ভোট পড়লে সেই আসনে আবারও নির্বাচন হবে। এছাড়া, “নাভোটের বিধান ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।নাভোটের সংখ্যা বেশি হলে ওই আসনে পরাজিত প্রার্থীরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়