মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, মাঘ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কাউকে দল গঠনের সুযোগ দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১৯ জানুয়ারি ২০২৫

কাউকে দল গঠনের সুযোগ দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: সালাহউদ্দিন

ছবি: ইন্টারনেট

কোন একটি মহলকে দল গঠনের সুযোগ দেয়া অন্তবর্তি সরকারের উচিত হবে না মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আগামী জুলাইআগস্টে নির্বাচন আয়োজন করা সম্ভব।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

মহানগর বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গোলাম আকবর খোন্দকার, ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, অন্তবর্তী সরকারের সকল গণতান্ত্রিক পদক্ষেপে বিএনপি সমর্থন জানিয়ে আসছে। ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের ফসল ঐক্য ধরে রাখতে এই ঐক্য নষ্ট করা যাবে না। আগামী জুলাইআগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব উল্লেখ করে বিশেষ কোন মহলের স্বার্থে নির্বাচন বিলম্ব করা সমীচিন হবে না বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়