শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৪

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু

ছবি সংগৃহীত

১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার

(২৪ ডিসেম্বর) দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার--এর সিনিয়র জেল সুপার আল মামুন।

তিনি বলেন, সোমবার জামিনের কাগজপত্র কারাগারে আসলে যাচাই-বাছাই আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা ১১ টা মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। ওই ঘটনায় আহত হন অন্তত শতাধিক। ঘটনায় দায়ের হওয়া মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।

সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টুসহ অন্যরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়