শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক

রাজনীতি

প্রকাশিত: ১৪:২৯, ২১ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক

ছবি সংগৃহীত

অর্ন্তবর্তী সরকারের ভূমি এবং বেসরকারী বিমান পর্যটন উপদেষ্টা, দেশের খ্যাতনামা আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক দুঃখ প্রকাশ করেন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা দেশের কৃতি আইনজ্ঞ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি গভীর শোক দুঃখ প্রকাশ করছি। তাঁর শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক সমবেদনা জানাই।

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শুন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আইনের শাসনের ভাবনায় তার (হাসান আরিফ) অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারেক রহমান এফ হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়