শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিগগিরই নির্বাচন হবে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৪

শিগগিরই নির্বাচন হবে: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সবসময়ই আশাবাদী। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। আশা করি, জনগণের ইচ্ছা অনুযায়ী শিগগিরই একটি নির্বাচনের আয়োজন করা হবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।

ফখরুল বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে বৈষম্যহীনভাবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়