শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক থাকা উচিত: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১৪ নভেম্বর ২০২৪

উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক থাকা উচিত: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘যাদের উপদেষ্টা পরিষদে নেয়া হবে, তারা যেন কোনোভাবেই বিতর্কিত না হন, সরকারের উচিত তা নিশ্চিত করা। সরকারের স্বার্থেই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এবং আমাদের সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হোক।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মন্তব্য করা ঠিক নয়। এটি জনগণের সিদ্ধান্ত, রাজনৈতিক দলের নয়। জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা রাজনীতি করবে আর কারা করবে না। খারাপ রায় পেলে দলগুলো জনগণের মাধ্যমে বাতিল হবে।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করতে সফল হয়েছে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই; যেখানে মতভেদ থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে ঐক্য অটুট থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকারের বিষয়ে জাতিকে এক থাকতে হবে।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আসনের সাবেক এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত আগস্ট সহিংসতায় পুড়ে যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়