বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ১৩ নভেম্বর ২০২৪

‘শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

ছবি সংগৃহীত

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে করা মন্তব্যের সংশোধনী দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধনী দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—‘আজ ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১০৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নিমর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে।

আরও বলা হয়, ‘আজ গণমাধ্যমে প্রকাশিতবঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছেমর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত: ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।

বিবৃতিতে রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিসআদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়