ছবি সংগৃহীত
ভয়াল ও রক্তাক্ত সেই ২৮ অক্টোবর আজ। ২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি–বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন রাজপথে দিনভর ব্যাপক তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি–বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা, যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে–বিদেশে।
সেদিন বিষয়টি হঠাৎ করে ঘটেনি। আগেই লগি–বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, কে এম হাসান যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তাহলে সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা যেন লগি–বৈঠা হাতে ঢাকায় চলে আসে। পরে ঘটেও নির্মম হত্যাযজ্ঞ।