বুধবার ২৩ অক্টোবর ২০২৪, কার্তিক ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৯ অক্টোবর ২০২৪

এবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

ছবি সংগৃহীত

রাষ্ট্র সংস্কার নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। তবে এবারের সংলাপেও জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ২টা থেকে শুরু হবে সংলাপ।

এই দফায় আলোচনায় অংশ নেবে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

জাপা মহাসচিব মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, ‘সরকার হয়তো জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। নিয়ে আমাদের কিছু বলার নেই।

উল্লেখ্য, গত অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল তিনটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে। মাঝে পূজার ছুটির কারণে সব দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি। আজ বাকি দল জোটগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়