ছবি সংগৃহীত
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গা চাওয়া হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। জায়গা পেলে সেখানে দাফন করা হবে, না পেলে তার স্বামী বজলুর রহমানের কবরে দাফন হবে।
গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মতিয়া চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।