ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের ২৩নং ওয়ার্ড বিএনপি‘র উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
২৩নং ওয়ার্ড বিএনপি‘র আহবায়ক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদল নেতা সাঈদ হাসান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম পারভেজ রেজা, সাবেক কাউন্সিলর ও বংশাল থানা বিএনপি সাধারণ সম্পাদক মামুন আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোহসিন আলী লিটন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল সভাপতি জহীরুদ্দিন তুহিন, বিএনপি নেতা এডভোকেট রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল জবিয়ান শাখার সাবেক সভাপতি বিপ্লব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা শফিকুল নাদিম, ব্যবসায়ী নেতা সাগর এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক ধর্ম সম্পাদক মুহাম্মদ জাভেদ হাকিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।