শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন জি এম কাদের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

দেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন জি এম কাদের

ছবি সংগৃহীত

রাজনৈতিক ভুল ত্রুটির জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি।

তিনি বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ নির্যাতন করেছে। এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছে। তবুও ভুল ত্রুটি হলে, ক্ষমা করার অনুরোধ।

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জাতীয় পার্টি ছিল বলেও দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘ছাত্রদের পক্ষে মামলা হয় যখন, তখনও সর্বাত্মক সমর্থন দেয়া হয় দলের পক্ষ থেকে। বৈষম্যের বিরুদ্ধে বরাবর সোচ্চার থেকেছে জাপা।

২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়